আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৪১

হরিপুরে ধান চাষ দেখতে গিয়ে সাপের কামড়ে যুবক নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ০৭:০৮ অপরাহ্ণ
হরিপুরে ধান চাষ দেখতে গিয়ে সাপের কামড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরে ধান চাষ দেখতে গিয়ে সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত শিহান উদ্দিন উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

আজ সোমবার সকাল ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুরে গ্রামে এ ঘটনাটি ঘটে।

শিহাব উদ্দিনের বোন জামাই আমিন উদ্দিন জানান, বোরো ধানের চাষ দেখতে সোমবার সকালে হরিপুর হাওরে যান শিহাব। এসময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। সাথে সাথে তাকে চিকনাগুল বাজারের এক ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পা শক্ত করে বেঁধে দেওয়া হয়।

বাড়িতে আসার পর জ্ঞান হারিয়ে ফেলেন শিহাব। সাথে মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এরপর তাকে নিয়ে আসা হয় শাহপরাণ এলাকার এক কবিরাজের কাছে। কবিরাজ জ্ঞান ফেরাতে ব্যর্থ হলে দুপুরে শিহাব উদ্দিনকে আনা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  সিলেটে আরও ২৫ জনের শরীরে ধরা পড়ল করোনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭