আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:২২

গোলাপগঞ্জের সড়কে জীবাণুনাশক স্প্রে করল পৌরসভা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ০৬:০৬ অপরাহ্ণ
গোলাপগঞ্জের সড়কে জীবাণুনাশক স্প্রে করল পৌরসভা

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে মরণব্যধি করোনাভাইরাসের সংক্রমণ রোধে পৌর এলাকার বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে এ জীবাণুনাশক স্প্রে করা হয়।

সংক্রমণ রোধে গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ জহির উদ্দিন সেলিম, পৌর কাউন্সিলর জবান আলী, এম ফজলুল আলম, রুহিন আহমদ খাঁন, আব্দুল জলিল, জামাল আহমদ জানাল, নাজিম উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, শাকিল আহমদ প্রমুখ।

মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে আতংকিত হওয়ার প্রয়োজন নেই সতর্ক ও সাবধান থাকতে হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:  সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের পিতার দাফন সম্পন্ন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১