আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:২৭

সাংবাদিক লিটনের উপর হামলাকারীরা এখনো অধরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ০১:১৯ অপরাহ্ণ
সাংবাদিক লিটনের উপর হামলাকারীরা এখনো অধরা

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে সাংবাদিক নিজামুল হক লিটনের উপর হামলাকারী দক্ষিণ সুরমার আলমপুর এলাকার ভুমিদস্যু ও সন্ত্রাসী আব্দুল আহাদ, স্বপন নাথ ও জয়নাল আহমদ এখনো অধরা।

এ ঘটনায় মামলা দায়েরের সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারে নি।

দক্ষিণ সুরমায় রাতের আঁধারে মাটি লুটের ঘটনায় সিলেটের বার্তায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের নিউজ ইনচার্জ নিজামুল হক লিটনের উপর হামলা চালায় তারা।

এ ঘটনায় ২২ মার্চ, শুক্রবার রাতে সাংবাদিক লিটন বাদি হয়ে এসএমপির মোগলাবাজার থানায় আলমপুর এলাকার ভুমিদস্যু ও সন্ত্রাসী আব্দুল আহাদ, স্বপন নাথ ও জয়নাল আহমদকে আসামী করে মামলা (নং-১১) দায়ের করেন।

সাংবাদিক লিটন জানান, হামলাকারী আব্দুল আহাদের নেতৃত্বে আলমপুর ও আশপাশ এলাকায় মাটি লুট করা হচ্ছে। স্থানীয়রা ভয়ে তার প্রতিবাদ করছেন না। এ ঘটনায় রিপোর্ট প্রকাশ করলে সে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর রাজীব কুমার রায় জানিয়েছেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের আটক করা হবে।

আরও পড়ুন:  নগরীর একই পরিবারের ৪জন সহ ৪৯ জনের করোনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১