আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৭

বাগানের ভেতর চালককে খুন করে ইজিবাইক নিয়ে যায় ওরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ১২:০৩ অপরাহ্ণ
বাগানের ভেতর চালককে খুন করে ইজিবাইক নিয়ে যায় ওরা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জে চাঞ্চল্যকর ইজিবাইক চালক আব্দুল আউয়াল হত্যা মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মো. জুবায়েদ মিয়া (১৬) মো. মোশারফ মিয়া (১৭) ও মো. সজীব মিয়া (১৭)।

রবিবার (২৯ মার্চ) তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল হুদা চৌধুরীর নিকট হত্যাকাণ্ডের সাথে ৭ জন ও পরে টমটম বেচাকেনার সাথে আরো ২জন জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে আটককৃতরা।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, গত ১৭ মার্চ একটি সংঘবদ্ধ ইজিবাইক চোরচক্র আব্দুল আউয়াল (২০) কে চা বগানে বেঁধে রেখে তার ইজিবাইকটি ছিনতাই করবে বলে পরিকল্পনা করে।

পরদিন ১৮ মার্চ তারা চা বাগানে ঘুরতে যাবে বলে ভাড়া করে আব্দুল আউয়ালকে নিয়ে যায় চা বাগানের ভেতরে গিয়ে আব্দুল আউয়ালকে বেধে ফেলার পরে তারা বুঝতে পারে সে তাদের চিনে ফেলেছে ফলে তারা তাকে হত্যা করে লাশ চা বাগানে ফেলে ইজিবাইকটি নিয়ে যায়।

এসময় হত্যাকারীরা তাঁর মোবাইল ফোনটি নিয়ে যায় এই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের সনাক্ত করে আটক করে।

আরও পড়ুন:  হবিগঞ্জে ট্রাক্টর-বাইক সংঘর্ষে নিহত-৩

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১