নিজস্ব প্রতিবেদক:: নগরবাসীর একমাসের পানির বিল মওকুফ করার ঘোষণার পর এবার ‘খাদ্য ফান্ড’ তৈরীতে নিজের একমাসের বেতন দেবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
করোনাভাইরাসের কারণে বর্তমান সংকটময় সময়ে নগরীর অসহায়, দুঃস্থদের জন্য ‘খাদ্য ফান্ড’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশেনের (সিসিক)।
এই ফান্ডে মেয়র হিসেবে নিজের এক মাসের সম্মানীভাতা প্রদান করবেন মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ রবিবার সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন মেয়র আরিফ।
মেয়র জানান, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় মানুষের জন্য খাদ্য ফান্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এই ফান্ডে নিজের একমাসের সম্মানীভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু তিনি একা নন, সিলেট সিসিকের বিভিন্ন কাউন্সিলরও তাদের সম্মানীর একটি অংশ প্রদানের প্রতিশ্র“তি দিয়েছেন।
সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতার একটি অংশ এই ফান্ডে প্রদান করতে আহবান জানিয়েছেন তিনি।
এছাড়াও সিলেট নগরীর বিত্তবান এবং বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক প্রতিষ্ঠানকে এই খাদ্য ফান্ডে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন মেয়র আরিফ।