নিজস্ব প্রতিবেদক:: মরণব্যধি করোনাভাইরাসের সংক্রমনে সিলেটের কানাইঘাটে আজ রবিবার সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন সিলেট জেলা পুলিশের সদস্যরা।
সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনের নির্দেশে কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে ছিটানো, হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক এবং লিফলেট বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, অফিসার ইনচার্জ শামছোদ্দুহা পিপিএম প্রমুখ।