
নিজস্ব প্রতিবেদক:: মরণব্যধি করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সেনাসদস্যদের পর সিলেটে এবার মাঠে নেমেছেন র্যাবের সাড়ে শ’ সদস্য।
রবিরার সিলেট নগরীতে জনসচেতনামূলক বিশাল গাড়ি বহর দিয়ে প্রচারকার্যক্রম চালাতে দেখা গেছে র্যাব-৯’র টিমকে।
সিলেট নগরী ও নগরের উপকন্ঠে পিকআপ ভ্যান, মোটরসাইকেল বহর দিয়ে টহল দেন র্যাব সদস্যরা। একইসঙ্গে সবাইকে ঘরে থাকতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য মাইকিং করেন।

সিলেটে র্যাব-৯’র টহল। ছবি: মো. আজমল আলী
র্যাব-৯র মিডিয়া অফিসার সত্যজিত কুমার ঘোষ সিলেটের বার্তাকে বলেন, করোনাভাইরাস ঠেকাতে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্ঠির লক্ষে র্যাবের ১৫টি টিম মাঠে কাজ করছে।
এই ১৫টি টিমে প্রায় সাড়ে ৪শ’ র্যাব সদস্যরা রয়েছেন।
বিশেষ করে র্যাব সদস্যরা জেলার বিদেশফেরতদের এবং একইসঙ্গে তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতেও বিভিন্ন ধরনের নজরদারি চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। হবিগঞ্জেও দেখা দিতে পারে এই সংক্রমণ। এ থেকে উত্তরণ পেতে সচেতনতার বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে র্যাবও।