এম এ কাদির, বালাগঞ্জ:: মরণব্যধি করোনাভাইরাসের প্রভাব বিশ্বের ন্যায় বাংলাদেশকে স্পর্ষ করেছে।
এই মহামারীর কারণে পুরো দেশ থমকে দাঁড়িয়েছে। থেমে গেছে মানুষের জীবনযাত্রা।
বন্ধ রয়েছে সকল ভোগ্যপণ্যের আমদানী-রপ্তানী। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে চলছেন দ্রব্যমূল্যের দাম।
প্রশাসনের অব্যাহত অভিযান-জরিমানায়ও থামছে না দাম বাড়ানোর অপচেষ্ঠা।
সিলেটের বালাগঞ্জের মুরারবাজার ও মাদ্রাসাবাজারে এক ডজন পানের দাম ৫০/৬০ টাকা দরে বিক্রি করছেন ব্যাবসায়িরা
করুনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখার নির্দেশনা আসার পরপরই অস্বাভাবিকভাবে পানের দাম বৃদ্ধি করে ব্যাবসায়িরা এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বাকবিতণ্ডার জেরে দুই দিন থেকে বন্ধ রয়েছে এই দুটি বাজারে পান বিক্রি।
ব্যাবসায়ীরা জানান, কয়েক দিন যাবৎ বেশিদামে পান সংগ্রহ করার কারণে খুচরা বাজারে দাম বৃদ্ধি করা হয়েছে।ব্যাবসায়িদের এই অজুহাত মানতে নারাজ ক্রেতারা।