আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:৩৭

করোনায় আক্রান্ত জাতিসংঘের ৮৬ কর্মী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৯, ২০২০, ১১:১৪ পূর্বাহ্ণ
করোনায় আক্রান্ত জাতিসংঘের ৮৬ কর্মী

আন্তর্জাতিক বার্তা:: মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতিসংঘের ৮৬ কর্মী।

বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্বে থাকা জাতিসংঘের ৮৬ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী আক্রান্ত হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। এ ছাড়া আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও বেশ কিছু কর্মী এতে আক্রান্ত হয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।

সংস্থাটির মুখপাত্র দুজারিক জানিয়েছেন, করোনার বিস্তার রোধে বর্তমানে জাতিসংঘের বেশিরভাগ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।

জেনেভায় জাতিসংঘ অফিসে প্রতিদিন ৪ হাজার কর্মী কাজ করতেন। কিন্তু ২৬ মার্চ এ সংখ্যা ছিল মাত্র ৭০। বর্তমানে ভিয়েনাতে জাতিসংঘের ৯৭ শতাংশ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।

অন্যদিকে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ৯৯ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা করোনা সংকটে তাদের কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে।

 

আরও পড়ুন:  আসছে ৬২হাজার কোটি টাকার বিদেশি সহায়তা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১