সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চলচ্চিত্র জগতে করোনার হানা, আক্রান্ত মারুফ দম্পতি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৯, ২০২০, ০২:১০ পূর্বাহ্ণ
চলচ্চিত্র জগতে করোনার হানা, আক্রান্ত মারুফ দম্পতি

বিনোদন বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাস এবার হানা দিয়েছে চলচ্চিত্র জগতে। মরণব্যধি এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী আইসোলেশনে আছেন।

শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ।

কাজী হায়াৎ বলেন, গতকাল মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এখন অসুস্থতা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।

কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

প্রযোজক-পরিচালক বিপ্লব শরীফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কথা অনুযায়ী কাজী মারুফ ও তার সহধর্মিণী করোনাভাইরাসে কিছুটা আক্রান্ত, ওরা দুজনেই হোম কোয়ারেন্টাইনে আছেন। সকলের কাছে বিনীত অনুরোধ, মারুফ ও তার স্ত্রী এবং ওদের দুইটা মাসুম বাচ্চার জন্য দোয়া করবেন। ওরা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।’

অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে একই দিনে তিনি বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন শেষ করে বিকেল ৫টায় এফডিসি-র ১ নং ফ্লোরে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মহরত হয়। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন কাজী মারুফ।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০