আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:২৪

এবার করোনায় স্পেনের রাজকন্যার মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২০, ১০:৩৯ অপরাহ্ণ
এবার করোনায় স্পেনের রাজকন্যার মৃত্যু

প্রিন্সেস মারিয়া টেরেসা

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেছেন স্পেনের রাজকন্যা।

মারিয়া টেরেসা। ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য এই রাজকন্যার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬।

রাজপরিবারের সদস্যদেরকরোনায় মৃত্যুর ঘটনা বিশ্বে এটাই প্রথম।

প্রিন্সেস মারিয়া টেরেসার মৃত্যু সংবাদ পরিবারের পক্ষ থেকে তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি ঘোষণা দেন।

শুক্রবার (২৭ মার্চ) দেওয়া ঘোষণায় তিনি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রিন্স জাভিয়ের ও ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি।

প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটান মারিয়া। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখিও করতেন।

মারিয়ারা ছয় ভাইবোন, চারজন জীবিত আছেন- ফ্রাঙ্কোইস, সিসিলি, মারি দেস নেইগেস ও প্রিন্স সিক্সটাস হেনরি। মারিয়া ছিলেন চিরকুমারী।

আরও পড়ুন:  সিলেটে করোনায় মৃত্যুবিহীন একদিন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১