সিলেটের বার্তা ডেস্ক:: আরও ৭ দিন নিষেধাজ্ঞা বেড়েছে বাংলাদেশে ফ্লাইট চলাচলের। মরণব্যধি করোনাভাইরাসের কারণে দেশের সব অভ্যন্তরীণ রুট ও বিশ্বের ১০ দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বেবিচক।
অপরদিকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশেও এই নিষেধাজ্ঞা বহাল থাকছে। বেবিচক জানায়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৩১ মার্চের পরিবর্তে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হল। তবে স্পেশাল ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০টি দেশ হল- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়ে়শিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।
এছাড়া যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। যদিও ইতিমধ্যে চীন ছাড়া অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো নিজ থেকেই ঢাকার ফ্লাইট বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ৩১ মার্চ থেকে বাংলাদেশ বিমানও যুক্তরাজ্যের দুটি রুট ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।