আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৩:১০

হবিগঞ্জে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা: করোনা ঝুঁকিতে ১০ সহস্রাধিক কর্মী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২০, ০৭:০২ অপরাহ্ণ
হবিগঞ্জে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা: করোনা ঝুঁকিতে ১০ সহস্রাধিক কর্মী

লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। যেখানে দেশের সকল কল-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বন্ধ রয়েছে সকল প্রতিষ্ঠান।

সেখানে সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখা হয়েছে গার্মেন্টস।

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্থাপিত গার্মেন্টসগুলো সরকারের নির্দেশনা অমান্য করে খোলা রাখা হয়েছে। ফলে দশ সহস্রাধিক পোশাক শ্রমিক ও উপজেলার লোকজন করোনা ঝুকিতে রয়েছেন।

পজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এলাকায় স্থাপিত সায়হাম নীট কম্পোজিটে কর্মরত পোশাক শ্রমিকরা।

করোনা ভাইরাস ঝুকিতে রয়েছে হাজার হাজার পোশাক শ্রমিক নয়াপাড়া বাস করার ফলে হাট বাজারে লোক সমাগম থাকে বেশী।

যার ফলে স্থানীয়রাও আতংকে রয়েছে সায়হাম গ্রুপের কর্ণধার সৈয়দ মোঃ ফয়সল কে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

গার্মেন্টস কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বৃহস্পতিবার (২৬ মার্চ) সংগঠনটির সভাপতি রুবানা হক গার্মেন্ট মালিকদের কাছে সব কারখানা বন্ধের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন।
বিজিএমইএ সভাপতির লেখা চিঠিতে বলা হয় প্রধানমন্ত্রী সবাইকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন সবার সুরক্ষা এবং সু স্বাস্থ্যের জন্য কিছু সচেতনতা মূলক পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমতাবস্থায় কারখানা বন্ধ করে দেওয়া জরুরি বলেও অভিমত ব্যক্ত করেছেন রুবানা হক

এ প্রসঙ্গে রুবানা হক বলেন, সরকারের সাধারণ ছুটি যতদিন ততদিন পর্যন্ত কারখানা বন্ধের জন্য সবাইকে বলা হয়েছে।

করোনা থেকে রক্ষায় সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:  ১১০ টাকার জন্য সহপাঠিকে হত্যা, ৩ মাদ্রাসাছাত্র আটক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১