নিজামুল হক লিটন:: সিলেটে যাত্রী তুলে বেকায়দায় পড়েছেন এক অ্যাম্বুলেন্স চালক।
আজ শনিবার দুপুরে সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে রোগীবহনকারী মীম অ্যাম্বুলেন্সে যাত্রী তুলার চেষ্টাকালে কতিপয় যুবক অ্যাম্বুলেন্সটি আটকে দেয়।
এসময় তারা অ্যাম্বুলেন্স এর গ্লাস ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ আর ট্রাফিক এর কোন কর্মকর্তাকে এই পয়েন্টে দেখা যায় নি।
এব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা সিলেটের বার্তাকে বলেন, পুলিশ সার্বক্ষণিক তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
অ্যাম্বুলেন্স চালক থানায় অভিযোগ করলে পুলিশ আইনী ব্যবস্থা গ্রহণ করবে।
তাছাড়া পুলিশের এই কর্মকর্তা জরুরি প্রয়োজনে ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।