সিলেটের বার্তা রিপোর্ট:: অসহায়দের দরজায় কড়া নাড়ছেন চেয়ারম্যান আফছর।
ভোটের জন্য নয় এবার তিনি খাদ্যসামগ্রীর উপহার নিয়ে দরজার সামনে হাজির হচ্ছেন।
ইতোমধ্যে সহস্রাধিক স্বেচ্ছাসেবকবাহীনিও তিনি তৈরী করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যাপক সাড়া জাগে পুরো ইউনিয়নজুড়ে। কর্মস্পৃহা সৃষ্টি হয় যুবকদের মাঝে।
গত কয়েকদিন যাবত বিরামহীন শ্রম করে যাচ্ছেন এডভোকেট আফছর আহমদ।
তাকে রাত-বিরাতে, দিন-দুপুরে দেখা যায় ইউনিয়ন চষে বেড়িয়েছেন।
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে জনসচেতনতা মূলক লিফলেট ও জীবানু নিসুক মেডিসিন ও সাবান বিতরণ করছেন চেয়ারম্যান এডভোকেট আফছর।
দেশের এই সংকটময় সময়ে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে গৃহবন্দী শ্রমজিবী ও অসহায়ের বাড়ীতে নৃত্য প্রয়োজনীয় খাবার বিতরণ ও যে কোন দূর্যোগে সাধারণ মানুষের সেবা প্রধানের জন্য নয় টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়।
আজ বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দের নিয়ে প্রতিটি ওয়ার্ডে নৃত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিতরণ করছেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে খাদিমপাড়া ইউনিয়নের দানশীল ও দেশের সকল বৃত্তবানদের সার্বিক ও আর্তিক সহযোগিতা কামনা করেছেন চেয়ারম্যান।