আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৯:২৩

২৪ ঘন্টায় ইরানে ১৪৪জনের মৃত্যু, আক্রান্ত ২৩৭৮

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২০, ১১:০৩ অপরাহ্ণ
২৪ ঘন্টায় ইরানে ১৪৪জনের মৃত্যু, আক্রান্ত ২৩৭৮

আন্তর্জাতিক বার্তা:: গত ২৪ঘন্টায় ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৪জন। এদিকে আকান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭৮।

এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের পরপরই করোনা ভাইরাসের ব্যাপক ভুক্তভোগী ইরান। দেশটিতে দিন দিন আরও ছড়িয়ে পড়ছে এ ভাইরাস।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর এক টেলি কনফারেন্সে এ তথ্য জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।

কিয়ানুশ বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত ২ হাজার ৯২৬ জনকে শনাক্ত করা হয়েছে।

‘এর মধ্য দিয়ে ইরানে করোনা শনাক্ত হলো ৩২ হাজার ৩৩২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ১৩৩ জন।’

এদিকে যখন দেশে করোনা মোকাবিলা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইরানের নাভিশ্বাস উঠছে, সেই মুহূর্তে দেশটির ৫ প্রতিষ্ঠান ও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরান এ নিষেধাজ্ঞাকে অমানবিক উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন:  আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা: নিহত ৫০

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০