
নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিলেটের জৈন্তাপুরের এক যুবকসহ নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল ইউনিয়নের ৩ নং ব্রিজের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর এলাকার বেলুপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে জালালউদ্দিন (৪২) ও শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডের আমির হোসেনের ছেলে সেলিম মিয়া(৩৫)।
শ্রীমঙ্গল উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের সামনে দ্রুতগামী প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে ঘাতক চালক ওয়ারিছ মিয়া (৩২) ও প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ১২-২০৩১ কে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা(ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।