নিজস্ব প্রতিবেদক:: করোনাভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে বিরামহীন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন সিলেট সিটি করপােরেশনের ৩ কাউন্সিলর।
শুক্রবার ছুটির দিন। তবুও দেশ ও দশের কথা মাথায় রেখে সিসিক তাদের কাউন্সিলরদের উপর অর্পণ করেছে গুরু দায়িত্ব।
২১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিন, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর , শওকত আমীন তৌহিদ ও ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের নারী কাউন্সিলর নাজনীন আক্তার কণা।
এই তিনজনের নেতৃত্বে সিসিকের জীবানুশাক স্প্রে গাড়িটি ছুটে চলেছে ৩টি ওয়ার্ডে।
শুক্রবার এশার নামাজের পর সোনারপাড়া (উপশহর প্রধান সড়ক) , শিবগঞ্জবাজারসহ আশপাশের এলাকায় স্প্রে করা হয়।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সিলেট সিটি করপােরেশন এই কর্মযজ্ঞ চলমান রয়েছে।