আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:৩৬

সিলেটে আরও ১০০জন কোয়ারেন্টাইনে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২০, ০৩:৫৬ অপরাহ্ণ
সিলেটে আরও ১০০জন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন আরও ১০০জন।

মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১০০ জন।
এর মধ্যে সিলেটে ১৫ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজারে ১৮ জন।

আর একই সময়ে কোয়ারেন্টিন থেকে বাদ পড়েছেন ১৬৯ জন। এ নিয়ে সিলেটে মোট ১ হাজার ৪৯৮ জন কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বেশীরভাগই প্রবাসফেরত। বাকিরা তাদের পরিবার ও আত্মীয়স্বজন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে এখন ১ হাজার ৩৫৭ কোয়ারেন্টিন তথা সংগনিরোধ অবস্থায় আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরো জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন থেকে ১৬৯ জন মুক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৮ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৬৬ জন এবং মৌলভীবাজারে ৪৪ জন। তাদের নির্দিষ্ট ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি।

আরও পড়ুন:  ওসমানীনগরে নিজঘরে মিলল বৃদ্ধার গলাকাটা লাশ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১