আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৪৫

গভীররাতে আযান, গুজবের নিন্দা আলেমদের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২০, ১২:০১ অপরাহ্ণ
গভীররাতে আযান, গুজবের নিন্দা আলেমদের

ধর্মবার্তা:: যতোটা বাস্তবে আযান হয়েছে ততোটা আযান হয়েছে স্যোসাল মিডিয়াতে।

করোনা থেকে বাঁচতে, গুজব ছড়িয়ে আযানের হিড়িক পড়ে যায় গতকাল বৃহস্পতিবার।

এসব গুজব ছড়িয়ে আযান দেওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন দেশের আলেমরা।

ফেইসবুকে গুজব ছড়িয়ে মধ্যরাতে একই সময় দেশ জুড়ে আজান দেওয়ানোর পরিকল্পিত ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২টার মধ্যে এ আজান শুনা যায়। মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতেই নাকি এ আজান দেওয়া হয়, যার শরয়ী কোনো ভিত্তি আছে বলে জানা যায়নি। বরং শরীয়ত মনে করে এসব কাজ করলে বেদআত হওয়ার কথা বলছেন আলেমগণ।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন নির্ভরযোগ্য আলেমদের প্রতিনিধি।

জানা যায়, চট্টগ্রাম, কুমিল্লা, নীলফামারী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে মসজিদে গত রাত ১০-১২টার দিকে এ আজান দেওয়া হয়। বিভিন্ন মানুষ ঘরের জানালা বা বারান্দায় দাঁড়িয়েও এ আজান দেন। নগর ও গ্রামের অনেক জায়গাতেই আজান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, কয়েকটি কথিত ‘ইসলামী সংগঠনে’র আহ্বানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়ে এই সম্মিলিত আজানের আয়োজন করা হয়। যদিও এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য কোনো আলেমের নির্দেশনা ছিল না।

বিশেষ করে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা, পশ্চিম মাদারবাড়ি, মোগলটুলী, কাটা বটগাছ এলাকা, আগ্রাবাদ, হাজীপাড়া, চৌহমুনী ও কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় রাতে আজান শোনা যায় বলে অনেকে জানিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে পোস্ট দেন।

অপরদিকে হবিগঞ্জে শহরের কয়েকজন বাসিন্দা জানান, শ্যামলী, গোসাইপুরসহ বিভিন্ন এলাকায় মসজিদে রাত ১১টার দিকে আজান দেওয়া হয়েছে। আজানের ধ্বনি শুনে তারা চমকে ওঠেন।

আরও পড়ুন:  করোনা মোকাবেলায় ব্যর্থ, স্বাস্থ্য সংস্থার প্রধানের পদত্যাগ দাবিতে ১০ লাখের স্বাক্ষর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১