আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ৩:০৩

উপশহরে ‘সর্তা’ দিয়ে হত্যার হুমকী দিয়ে ডাকাতি, আপন ২ ভাইসহ আটক-৩

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২০, ০৯:২৪ অপরাহ্ণ
উপশহরে ‘সর্তা’ দিয়ে হত্যার হুমকী দিয়ে ডাকাতি, আপন ২ ভাইসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক:: সর্তা (সুপারি কাটার যন্ত্র) দিয়ে হত্যার হুমকী দিয়ে ডাকাতি করে এই তিনজন।
প্রবাসীর বাসায় হানা দিয়ে লুটে নেয় স্বর্ণালংকারসহ মূল্যবান অনেক জিনিসি।

সিলেট নগর পুলিশের অভিযানে আটক হয় আপন দুই ভাইসহ ৩ জন।

আটকের পর আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া সাকিনের মৃত মনির আহমদের ছেলে ইজাজ আহমদ ও এলোয়ান আহমদ এবং এলোয়ানের ব্যবসায়িক অংশীদার শাহীন আহমদ। তাদের কাছ থেকে লুটকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

এদের মধ্যে ইজাজ আহমদ ওই প্রবাসীর বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপশহরে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে গলায় সুপারি কাটার জাতা (সর্তা) ধরে প্রাণে হত্যার ভয় দেখায় ওই তিন জন। তারা ওই প্রবাসীর স্ত্রীর ব্যবহৃত ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার, হাতঘড়ি, আইফোন ব্র্যান্ডের দুটি মোবাইল সেট, ব্রিটিশ পাউন্ড ও নগদ সাড়ে ৮ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ ২৪ হাজার ১০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে পুলিশ সাবলেট ইজাজ আহমদকে আটক করে। তিনি ডাকাতির ঘটনা স্বীকার করেন। তার তথ্য মতে তার ছোট ভাইসহ দুজনকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে লুটকৃত সমস্ত মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন:  তত্ত্বাবধায়ক সরকার ফেরার সুযোগ নেই: আইনমন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১