
স্পেন থেকে কবির আল মাহমুদ:: মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে প্রথম বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪ টা ৩০ মিনিটে মারা যান।
মারা যাওয়া ব্যক্তির নাম হোসাইন মোহাম্মদ আবুল (৬৭)। তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান।
হোসাইন মোহাম্মদ আবুল পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন। তার দেশের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে।