করোনা থেকে মুক্তি ও প্রবাসীদের সুস্থতা কামনায়
আঙ্গুরা মুহাম্মদপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি:: প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের বিয়ানীবাজার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের বাসিন্দাদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর সিলেট নগরীর সোনারপাড়া ছড়ারপার নতুন মসজিদে আঙ্গুরা মোহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ক্বারি কবির আহমদ।
মোনাজাতে করোনাভাইরাসসহ সকল বারঅ-মুসিবত থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা ও সাহায্য প্রার্থনা করা হয়।
এবং প্রবাসে অবস্থানরত সকল প্রবাসীদের সু-স্বাস্থ্য কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুশফিক জায়গীরদা, ট্রাস্টের সভাপতি সুলতান মাহমুদ সাজু , সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সায়েল, কোষাধক্ষ্য জুবের আহমদ, ট্রাস্টের সদস্য, টনি আহমেদ, জনি আহমেদ, ফাহিম আহমদ, সোনারপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।