আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৩২

সিলেটে করোনার ‘হাত ধোয়া’ নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২০, ০১:৪৬ পূর্বাহ্ণ
সিলেটে করোনার ‘হাত ধোয়া’ নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক:: করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে হাত ধোয়া নিয়ে সিলেটে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ২০জন।

ঘটনাটি সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম কাজলশাহ এলাকায় ঘটনা ঘটে।

জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে হাতধোয়া কর্মসূচীর আয়োজন করেন বাগবাড়ি এতিম স্কুল রোডের কিছু যুবক। তারা পথচারীদের মধ্যে জীবাণুনাশক স্প্রে করছিলেন দিনব্যাপী।

বিকেলের দিকে পশ্চিম কাজলশাহ এলাকার গিয়াস মিয়ার হাতে জীবাণুনাশক স্প্রে করেন যুবকরা।

এতে তিনি রাগান্বিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে এর জের ধরে বাগবাড়ি ও কাজলশাহ এলাকার লোকজনের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপক্ষ আরেক পক্ষের উপর হামলাও চালায়। এতে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, এখনও এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। থানায় যদি কোনো পক্ষ অভিযোগ দায়ের করে তবে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়ভাবে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন:  জানুয়ারি মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩৫জনের প্রাণহানি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১