আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৫৫

এবার মক্কা-মদিনাও লক ডাউন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২০, ১২:৫০ পূর্বাহ্ণ
এবার মক্কা-মদিনাও লক ডাউন

আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এই ভাইরাস প্রতিরোধে দুনিয়াজুড়ে চলছে শহর লক ডাউন ওয়ার্ক।

এবার মক্কা-মদিনাও লক ডাউন করার ফরমান জারি করেছেন বাদশাহ সালমান।

বুধবার তিনি এক ফরমানে এ ঘোষণা দেন।

সৌদি গেজেট জানিয়েছে, দেশের ১৩টি প্রদেশের মানুষকে তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে বা অন্য প্রদেশে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাদশাহ। বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে। রাজকীয় আদেশে মক্কা, মদিনা ও রিয়াদের সীমানায় কাউকে প্রবেশ বা সেখান থেকে কাউকে বের হওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে রোববার মক্কা, মদিনা ও রিয়াদে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিনের জন্য কারফিউ জারি করা হয়েছিল। নতুন আদেশে এই সময় আরো এগিয়ে এনে বেলা ৩টা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই আদেশ কার্যকর হবে।

সৌদি আরবে এ পর্যন্ত ৯০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুজন।

 

আরও পড়ুন:  করোনায় আক্রান্ত জেদ্দা আ.লীগ সভাপতি, সুস্থতা কামনায় বালাগঞ্জে দোয়া

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১