প্রবাসবার্তা:: মরণব্যধি করোনাভাইরাসে লন্ডনে ঝরে গেল আরেক সিলেটির প্রাণ।
প্রাণঘাতী করোনায় মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়।
তার বয়স ছিলো ৮৫ বছর। আজ বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, লন্ডনে বসবাসকারী সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সনুপাড়া গ্রামের মো. পংকি মিয়া কয়েক দিন আগে বার্ধক্যজনিত অসুখের কারণে স্থানীয় ‘লন্ডন রয়েল হসপিটালে’ ভর্তি হন।
সেখানে অবস্থানকালেই গত ৩ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। ৩ দিন এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ভয়ঙ্কর এই ভাইরাসের সঙ্গে লড়ে অবশেষে তিনি আজ স্থানীয় সময় বিকেলে মৃত্যুবরণ করেন।
পংকি মিয়ার আত্মীয় দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বাসিন্দা ছয়ফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও ৪ কন্যাসন্তান রেখে গেছেন।