আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:৫৭

‘করোনা’ সচেতনতায় মাধবপুরে আ.লীগের প্রচারণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ১০:০০ অপরাহ্ণ
‘করোনা’ সচেতনতায় মাধবপুরে আ.লীগের প্রচারণা

লিটন পাঠান, মাধবপুর থেকে: মরণব্যধি করোনা ভাইরাসের সংক্রমন রােধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে হবিগঞ্জের মাধবপুর আওয়ামী লীগ।

বুধবার দিনভর উপজেলাজুড়ে এ প্রচারণা লক্ষ্য করা যায়।

এই প্রচারকাজে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

এসময় তিনি সবাইকে জনসমাগম এড়িয়ে চলার জন্য বাড়িতে থাকা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া, বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন এক রুমে থাকা অবাধ চলাফেরা না করার আহবান জানান তিনি অরো বলেন, দূর্যোগময় সময় পর্যন্ত কোন এনজিও ঋণের কিস্তি নিতে পারবেন না।

তিনি আরো বলেন, বাজারে নিত্যদ্রব্যের মূল্য সংকট দেখিয়ে কোন ব্যবসায়ী যেন ফায়দা লুটতে না পারে সে দিকেও সজাগ রয়েছে প্রশাসন। এর ব্যত্তয় ঘটলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে এই প্রচারনার মাধ্যমে সাধারণ মানুষ আরো সচেতন হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, ছাত্রদল নেতার বাসায় হামলা-ভাঙচুর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১