আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:১৯

কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ০৮:০০ অপরাহ্ণ
কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেটের বার্তা ডেস্ক:: করোনাভাইরাসকে সুবর্ণ সুযোগ মনে করে কেউ ‘সুযোগ’ নেওয়ার চেষ্ঠা করবেন না। বাজারে ভোগ্যপণ্যের ঘাটতি নেই। কৃষকদের ঘরেও রয়েছে ফসল।

বাজারে পণ্যের ঘাটতি নেই জানিয়ে অসাধু ব্যবসায়ীদের সর্তক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘কেউ সুযোগ নেওয়ার চেষ্টার করবেন না।’

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ সঙ্কটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।’

‘দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। জনগণের দুর্ভোগ বাড়াবেন না।’

সর্বত্র বাজার মনিটরিং-এর ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নিম্ন আয়ের ব্যক্তিদের ‘ঘরে-ফেরা’ কর্মসূচির আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা প্রদান করা হবে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, ৬ মাসের খাদ্য এবং নগদ অর্থ প্রদান করা হবে। জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।’

‘বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ এবং ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ কর্মসূচি অব্যাহত থাকবে। একইভাবে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা ও দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন:  'সিলেটে সিরিজ বোমা হামলায় কেঁপে ওঠলো ২৯ এলাকা'

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১