সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মারা গেলেন সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ১২:৩৪ অপরাহ্ণ
মারা গেলেন সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাজ্যফেরত এই ষাটোর্ধ্ব বৃদ্ধ কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান।
তিনি দেশে থাকলেও তার ছেলে এক সাপ্তাহ আগে যুক্তরাজ্য থেকে ফিরেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টায় নিজ বাসায় মারা যান ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ। কিডনি রোগে আক্রান্ত থাকায় নিয়মিত ডায়ালিসিস করাতে হতো তাকে।
জানা গেছে, গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে তার ছেলে দেশে ফেরেন। পরদিন ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে বাবাকে নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে যান প্রবাসী ছেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে তাকে কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, খবর দেয়ার পর সিসিকের স্বাস্থ্য কর্মকর্তারা এসেও তাকে কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছিলেন। তবে বাড়িতেই মঙ্গলবার রাত ৯টায় তিনি মারা যান। তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিতের জন্য কোনও পরীক্ষা করানো হয়নি।
কাউন্সিলর লোদী বলেন, বিষয়টি তিনি সিলেটের জেলা প্রশাসককে অবগত করেছেন। জেলা প্রশাসক ও সিভিল সার্জন জনসমাগম না করে দ্রুত লাশ দাফনের ব্যবস্থা গ্রহণের কথা বলেন। পারিবারিকভাবে রাতেই নগরের মানিক পীরের টিলায় তাকে দাফন করা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১