আজ মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে বন্ধ সিলেটের সকল পত্রিকা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ১২:১১ অপরাহ্ণ
বৃহস্পতিবার থেকে বন্ধ সিলেটের সকল পত্রিকা

নিজস্ব প্রতিবেদক:: আগামিকাল বৃহস্পতিবার থেকে সিলেটের স্থানীয় সকল প্রিন্ট পত্রিকা বন্ধ থাকবে।

মরণব্যধি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ হয়ে গেছে দেশের গণপরিবহন। সংকটময় এই পরিস্থিতিতে পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের দৈনিক পত্রিকাসমুহ প্রকাশ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমুহ প্রকাশ স্থগিত থাকবে।

মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পত্রিকা পাঠকের হাতে পৌঁছানো কষ্টকর। এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না। সামগ্রিক অবস্থা বিবেচনায় পত্রিকাগুলো আবার প্রকাশ করা হবে।

সিলেটের বার্তা ডেস্ক

আরও পড়ুন:  প্রধানমন্ত্রী আইসিটি পছন্দ করেন তাই ডিজিটাল বাংলাদেশের আইডিয়া