সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে ‘লকডাউন’ করা হয়েছে।
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুুুুরে আজ
মঙ্গলবার দুপুর ১টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেন, মঙ্গলবার সকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ আদেশ জারি করেছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে।
তিনি বলেন, জগন্নাথপুর উপজেলায় শুধু ঔষধের দোকান এবং অতিপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। এছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে।
কেউ লকডাউন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।