আজ বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৯:৩৮

উপশহরে মাইকিং, সেইফ হোমে থাকার আহবান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ১১:৪৭ অপরাহ্ণ
উপশহরে মাইকিং, সেইফ হোমে থাকার আহবান

সংবাদ বিজ্ঞপ্তি:: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থানীয় জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং করা হয়েছে।

শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতি ইএফ’র উদ্যোগে সোমবার (২৩ মার্চ) নগরীর ২২নং ওয়ার্ড শাহজালাল উপশহরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

উপশহর ব্যবসায়ী সমিতি ইএফ’র সভাপতি অধ্যক্ষ শামীম ইকবাল করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতনতা বৃদ্ধি করে হাত মুখ ধোয়াসহ সচেতনতা মূলক দিকনির্দেশনা দেন।

এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবেন না, সরকার নির্দেশিত মূল্যে পণ্য বিক্রি করার অনুরোধ জানান, পণ্য ক্রয় করে এসে কেউ যেন বাড়তি মূল্য দিতে না হয়। সরকারের নির্দেশিত দোকান গুলো খোলা রাখুন, অযথা ঘোরাফেরা না করে সেইফ হোমে থাকারও আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপশহর ই-ব্লক বায়তুল নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি মো. শফিকুল হক, উপশহর ব্যবসায়ী সমিতি ইএফ’র সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, ডা. শাহীন আহমদ, মো. খালেদ আহমদ, মাজহারুল ইসলাম, পিংকু কর, মো. খলিলুর রহমান (কামেল), এমরান আহমদ প্রমুখ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থানীয় জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সিলেট নগরীর শাহজালাল উপশহরে মাইকিং করা হয়েছে।

 

আরও পড়ুন:  সিসিক কর্মচারী-রিকশা চালকদের মাঝে সংঘর্ষ, মামলা করছেন আরিফ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০