সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাধবপুরে দোকানপাট বন্ধ ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ০৭:০৯ অপরাহ্ণ
মাধবপুরে দোকানপাট বন্ধ ঘোষণা

লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি:: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে হবিগঞ্জের মাধবপুরে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল দোকানপাট।

প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায় প্রতিষ্টান বন্ধের ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন।

নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের দোকান ব্যতিত অন্যান্য ব্যবসায় প্রতিষ্টান বন্ধ থাকবে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন নিয়ম-কানুন যথাযথভাবে না মানায় উপজেলায় সকল শ্রেণির জনগণের মধ্যে ভাইরাস সংক্রমণের হুমকি দেখা দিয়েছে।

তাই করোনাভাইরাসের বিস্তার রোধে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ উপজেলার সকল হাটবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

এছাড়াও রেস্টুরেন্টসমূহ খোলা থাকবে তবে রেস্টুরেন্টে বসে কেউ খাবার খেতে পারবে না খাবার কিনে নিয়ে যেতে হবে চায়ের দোকান, রেষ্টুরেন্ট বা অন্য কোথায় টেলিভিশন চালিয়ে গণজামায়াত করা যাবে না কোন অবস্থাতেই গুজব ছড়ানো যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১