সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যাধি করোনাভাইরাস প্রতিরোধে সিলেট মহানগরীর সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুরে সিলেট মহানগরীর আওতাধীন সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকের হাতে সচেতনতামুল লিফলেট সাধারন মানুষে কাছে বিতরনের জন্য তুলে দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
মুলত সাধারণ মানুষের সচেতনতার জন্য আমাদের এই উদ্যোগ।আমরা প্রতিটি ওয়ার্ডের দায়িত্বশীল নেতাদের মাধ্যমে নগরীতে এই লিফলেট বিতরন করবো।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান জামিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।