নিজস্ব প্রতিবেদক:: সন্ধ্যার পর সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী মো. এমদাদুল ইসলাম।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণেই সিলেটের সকল দোকানপাট বন্ধ রাখার এ নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ নির্দশনার কথা বলেন।
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সর্বোচ্চ সতর্ক থাকার লক্ষেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মলনে জেলা প্রশাসক বলেন, সন্ধ্যার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যবিক্রেতা প্রতিষ্ঠান, ফার্মেসি ছাড়া বাকি সকল বন্ধ রাখতে হবে।
হোটেল-রেস্তোরায় টেলিভিশন বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, এসএমপির অতিরিক্ত কমিশনার আজবাহার আলী শেখ।