সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সন্ধ্যার পর দোকান বন্ধ রাখতে সিলেটের ডিসির নির্দেশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ০৪:৪১ অপরাহ্ণ
সন্ধ্যার পর দোকান বন্ধ রাখতে সিলেটের ডিসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:: সন্ধ্যার পর সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী মো. এমদাদুল ইসলাম।

প্রাণঘাতী  করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণেই সিলেটের সকল দোকানপাট বন্ধ রাখার এ নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ নির্দশনার কথা বলেন।

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সর্বোচ্চ সতর্ক থাকার লক্ষেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মলনে জেলা প্রশাসক বলেন, সন্ধ্যার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যবিক্রেতা প্রতিষ্ঠান, ফার্মেসি ছাড়া বাকি সকল বন্ধ রাখতে হবে।
হোটেল-রেস্তোরায় টেলিভিশন বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, এসএমপির অতিরিক্ত কমিশনার আজবাহার আলী শেখ।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১