আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৫৭

‘সিলেটে বকেয়া বেতনসহ কর্মচারীদের ছুটি দেওয়া হোক’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ০২:৪৮ অপরাহ্ণ
‘সিলেটে বকেয়া বেতনসহ কর্মচারীদের ছুটি দেওয়া হোক’

সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেটে বকেয়া বেতনসহ কর্মচারীদের ছুটি দেওয়ার দাবি জানানো হয়েছে।
মরণব্যধি করোনায় কাঁপছে বাংলাদেশসহ সারাবিশ্ব।

ভাইরাস রোধে কারণে সকল পর্যায়ের কলকারখানা দোকান রেস্টুরেন্ট এবং ক্লিনিক সহ সকল পর্যায়ের ব্যবসা প্রতিষ্টান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু কোনো শ্রমিক কর্মচারীর চলতি মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়নি। বিশেষ করে যারা ভাড়াটিয়া বাসায় থাকেন ও মেসে থাকেন তাদের মাস শেষে মালিকের বাসা ভাড়া পরিশোধ করতে গেলে সংকঠের মধ্যে পরে যাবেন এবং তাদের অনেকের মধ্যে চিকিৎসা বাবদ খরচ রয়েছে।

তাই আমি সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক মহাজনদেরকে এবং সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এবং সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আরিফুল হক চৌধুরীর কাছে অনুরোধ জানাচ্ছি সকল পর্যায় শ্রমিক কর্মচারীদের চলতি মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ নির্দেশ প্রদান করার জন্য এবং পরবর্তীতে ছুটি জনিত কারণে কারো বেতন ভাতা যেন কাটা না হয়। সকল পর্যায় শ্রমিক কর্মচারীদের পক্ষে শাহাবুুদ্দিন আহমদ শাবু।

 

আরও পড়ুন:  বদলি করা হলো সিলেটের ডিআইজি কামরুল আহসানকে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১