আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৫২

২১ দিনের কারফিউতে সৌদি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ০২:৩৩ অপরাহ্ণ
২১ দিনের কারফিউতে সৌদি

সৌদি আরব-ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বার্তা:: প্রাণনাশী করোনাভাইরাস প্রতিরোধে আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে সৌদি আরবে জারি হচ্ছে কারফিউ। রোববার (২২ মার্চ) এই কারফিউয়ের আদেশ দেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী।

দেশটিতে শনিবার আক্রান্ত হন ৪৮ জন। ওই মুখপাত্র জানান, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান।

তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হন ৪০ জন।

আরও পড়ুন:  নগরীতে সবজি বিক্রেতা খুন: মূল হোতা সার্টিক গ্রেফতার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭