আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৫৮

সিলেটে ৭০জন স্টাফকে বেতনসহ ১৫দিনের ছুটি দিলেন হোটেল মালিক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ১১:০৬ অপরাহ্ণ
সিলেটে ৭০জন স্টাফকে বেতনসহ ১৫দিনের ছুটি দিলেন হোটেল মালিক

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে বেতনসহ ৭০জন স্টাফকে ১৫দিনের ছুটি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক হোটেল মালিক।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সতর্কতার অংশ হিসেবে নিজের প্রতিষ্ঠানের ৭০ জন স্টাফকে বেতনসহ ছুটি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এক হোটেল মালিক।

দুপুরে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক প্রবাসী মিজানুর রহমান পায়েল এক সংবাদ সম্মেলনে তার এমন সিদ্ধান্তের কথা জানান।

এসময় তিনি বলেন, করোনা বিপর্যয় ঠেকাতে তিনি তার প্রতিষ্ঠানের সবাইকে প্রাথমিকভাবে ১৫ দিনের বেতনসহ ছুটি দিয়েছেন। সেই সাথে তাদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দেওয়া হয়েছে। দেশের অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সিলেটে এই প্রথম কোন হোটেল-রেস্তোরা এমন উদ্যোগ গ্রহণ করলো। দেশের এই ক্রান্তিলগ্নে সবারই এমন উদ্যোগ গ্রহণ জরুরি উল্লেখ করে তিনি প্রবাসীসহ দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

আরও পড়ুন:  সিলেটে ২১ কোটি টাকার মাদক ধ্বংস

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১