সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যাধি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে স্থগিত করা হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচন।
শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহা: ইসরাইল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সহ ওই তারিখে দেশের বিভিন্ন স্থানের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।
স্থগিত এ নির্বাচন অনুষ্ঠানের তারিখ করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন পরবর্তীতে ঘোষনা করবেন। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। এদের মধ্যে ৩ জন প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী।