আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:০৫

ইরানে করোনায় আক্রান্ত হচ্ছেন মিনিটে একজন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ০৮:৪৭ অপরাহ্ণ
ইরানে করোনায় আক্রান্ত হচ্ছেন মিনিটে একজন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বার্তা:: ইরানে করোনায় আক্রান্ত হচ্ছেন মিনিটে একজন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ঝুঁকিতে থাকার দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ ইরান।

সেখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে প্রতি মিনিটে একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গেল চব্বিশ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০২৮ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন। গেল কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৮৫ জনে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, ‘মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে অন্তত ৭ হাজার ৯১৩ জন সম্পূর্ণ মুক্তি পেয়েছেন।’

প্রসঙ্গত, গত বছরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ইতিমধ্যে ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজারের বেশি। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। এ পর্যন্ত সারা বিশ্বে ১৭১টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চীনের চেয়ে এখন ইতালিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

আরও পড়ুন:  যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী রাজা চার্লসের চেয়েও বেশী ধনী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১