সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ০৮:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

মৌলভীবাজারে ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ


সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে প্রতিদিন রাত ৮টার মধ্যে সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা প্রশাসন এই নির্দেশ দিয়েছে। তবে শুধু ওষুদের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এই তথ্য জানিয়েছেন। তবে কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান রবিবার বিকেলে জানান, বাংলাদেশ শ্রম আইন,২০০৬ এর ১১৪ (৩) ধারা অনুযায়ী প্রতিদিন রাত আটটার পরে কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। তবে শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। বিষয়টি মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও দোকানপাট খোলা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০