নিজস্ব প্রতিবেদক:: অবশেষে সিলেটের সকল শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামিকাল সোমবার থেকে তা কার্যকর হবে।
মরণব্যাধি করোনাভাইরাস থেকে সিলেটের মানুষকে বাঁচাতে নগরীর ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নগরীর সকল মার্কেট বন্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ও আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন। তবে আগামি শনিবার থেকে মার্কেট খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।
ব্যবসায়ী রিপন বলেন, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ রবিবার নগরীর ব্যবসায়ীদেরকে মার্কেট বন্ধ করার জন্য আহবান করেন। তাঁর এ আহবানে সাড়া দিয়ে ইতিমধ্যে আল-হামরা, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবন, নয়াসড়কসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
নগরীর ব্যবসায়ীরা এ ব্যাপারে আজ রবিবার রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবেন। এতে মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত থাকার কথা রয়েছে।