
মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে লোকসমাগম করে মুসলমানি অনুষ্ঠান করায় ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধ অমান্য করে ওই গ্রামের কামাল মিয়া গরু জবাই করে কয়েক শ লোকের খাবার আয়োজন করে।
খবর পেয়ে রোববার দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার ওই গ্রামে গিয়ে অনুষ্টানটি বন্ধ করে দিয়েছেন।
জানা যায়, কমলপুর গ্রামের কামাল মিয়া তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের ঘটা করে খতনা করার খবরটি প্রশাসন পূর্বে অবগত হয়ে অনুষ্ঠান না করার নির্দেশ দেন। কিন্তু কামাল মিয়া প্রশাসনের নির্দেশ অমান্য করে গরু জবাই করে বাড়িতে প্যান্ডেল বানিয়ে ছেলের খতনার আয়োজন করেন। এতে কয়েক শ লোকের সমাগম হয়। খবর পেয়ে সহকারী কমিশনার(ভুমি) আয়েশা আক্তার কমলপুর গ্রামে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে এবং প্যান্ডেল খোলার নিদের্শ দেন।
অনুষ্ঠানে কয়েকজন জনপ্রতিনিধিসহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিদের দেখে সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট বিস্মিত হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়।
কারোনা ভাইরাসের কারনে সরকার সারা দেশে সব ধরনের সভা, সমাবেশ, গন জমায়েত, ধমীয় অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি করেন।