আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৩৭

করোনা: আক্রান্ত বেড়ে ২৭

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ০৫:২০ অপরাহ্ণ
করোনা: আক্রান্ত বেড়ে ২৭

সিলেটের বার্তা ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭-এ।

এই ২৭ জনের মধ্যে দুই জন মারা গেছেন। ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বর্তমানে ২০ জন চিসিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কেউ মারা যাননি এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে রোববার দুপুর পৌনে ৪টার দিকে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আইইডিসিআরের পক্ষে ব্রিফিং করেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ৬৫ জনের পরীক্ষা করা হয়। এরমধ্যে তিনজন আক্রান্ত রোগী পাওযা যায়। এ নিয়ে মোট ৪৬৫ জনকে পরীক্ষা করা হয়েছে।

 

আরও পড়ুন:  দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে ৭ অঞ্চলে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭