
লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি:: মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জের মাধবপুর চাবাগানে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
যা আজ রবিবার থেকে কার্যকর হবে বলে সূত্র জানিয়েভহে।
এ উপলক্ষে শনিবার রাতে বাগান ব্যাবস্হাপক আবুল কাশেমের সভাপতিত্বে করোনা করনীয় এক সভা অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাগানের সহকারী ব্যবস্থাপক, শ্রমিক, স্টাফ প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় করোনা ভাইরাস রোধে বিপুল জনগোষ্টির এ চাবাগানে জনসচেতনা সৃষ্টিতে, উদ্যেগ গ্রহন করা হয় শ্রমিক, কর্মচারিসহ বাগানবাসী, যাতে কর্মস্হল বাসা বাড়িতে, ভাল করে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করে করোনার সংক্রমন রোধ করে এব্যাপারে দিক নির্দেশা দিয়ে শ্রমিকদের ঘরে ঘরে বার্তা পৌছানোর কাজ শুরু করেছে।
এছাড়া সরকারী নির্দেশনা মেনে চলতে শ্রমিকদের বলা হয়েছে।
সভায় ব্যবস্হাপক আবুল কাশেম বলেন, চা বাগানের জনগন সহজ-সরল অনঅগ্রসর জনগোষ্টি। তাই করোনা সম্পর্কে তাদের সচেতন করা জরুরী।
সুরমা চা বাগানে প্রতিটি ঘরে ঘরে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বার্তা পৌছাতে কয়েকটি টিমও গঠন করা হয়। আজ রোববার থেকে তারা বাগানবাসী কে সচেতন করতে কাজ করবে।