সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

স্থগিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১১:৩৮ অপরাহ্ণ
স্থগিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

সিলেটের বার্তা ডেস্ক:: মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা পদক প্রদান ও বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (২১ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গভবন সূত্রে এই তথ‌্য জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে বৈঠকে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

জয়নাল আবেদীন বলেন, ‘করোনা মোকাবিলায় দেশের প্রস্তুতি নিয়ে বিকেলে প্রায় একঘণ্টা ধরে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। তারা দু’জনই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।’

এর আগে, বিকেলে রাষ্ট্রপতির আদেশে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনও বাতিল করা হয়। মুজিববর্ষ উপলক্ষে রোববার (২২ মার্চ) থেকে দুই দিনব‌্যাপী এই বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।

 


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০