
নিজস্ব প্রতিবেদক:: হাড্ডিজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন সাংবাদিক আলতাফ হােসেন।
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আলতাফ হোসেন বিলাল গত প্রায় এক মাস ধরে অসুস্থ। সিলেট নগরীর একটি দাতব্য হাসপাতালে ভর্তি আছেন।
হাড্ডিতে ক্ষয় রোগ নিয়ে তীব্র যন্ত্রণা প্রতিদিনই কেটে যাচ্ছে। ডাক্তাররা স্থানীয়ভাবে চিকিতসা দিয়ে তার হাড্ডি ক্ষয় রোগ নিরাময়ের চেষ্টা করছেন। কিন্তু আশার আলো অনেক ক্ষীণ।
ডাক্তারদের মতে আলতাফ হোসেন বেলালের উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্যে
তাকে রাজধানীতে নিয়ে চিকিৎসা দেয়া প্রয়োজন। অন্যথায় তিনি পঙ্ধসঢ়;গুত্ব বরণ
করতে পারেন। আর্থিকভাবে অস্বচ্ছল আলতাফ হোসেন এই অবস্থায় ঢাকায়ও যেতে
পারছেন না।
আর্থিক অস্বচ্ছলতা তাকে ঢেলে দিচ্ছে পঙ্ধসঢ়;গুত্বের দিকে। সাংবাদিক আলতাফ হোসেন তার ফেইসবুকে আকুল প্রার্থনার একটি স্ট্যাটাসও দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি তার দুগর্তির কথা তুলে ধরেছেন।
সাংবাদিক আলতাফ হোসেনের ফেইসবুকে দেয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো।
‘‘দয়াকরে আমার লেখাটি পড়ার আবেদন করছি: আসসালামু আলাইকুম ও
রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই, বন্ধু, শুভাকাক্সক্ষী, হিতাকাক্সক্ষী,
আতœীয়স্বজন ও ফেইসবুকে আমার সাথে পরিচিত ভাইয়েরা :- মহান মাবুদের
কাছেলক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাকে আজ এক মাস যাবৎ হাটা চলা
বন্দ করে বিছানায় প্রসাব পায়খানা করার মতো কঠিন রোগি করেরেখেছেন।
আল্লাহ তায়ালা ভালো জানেন কখন কাকে কি ভাবে রাখবেন। তাই মহান রবের শুকরিয়া
আদায় করছি।
প্রিয় স্বজন,সকল শ্রেণি ও পেশার আমার সম্পর্কিত সুধীজন, আজ এক মাস যাবৎ
মারাত্মক অসুস্থ আর এটা আল্লাহর নিয়ামত। তার পরও আমি মানুষ হিসেবে আমি
বিশেষ করে আমার এলাকার যে বা যারা আমার এই লেখাটি পড়বেন দয়া করে আপনার
মাধ্যমে মহল্লার ইমাম সাহেবের মাধ্যমে মহল্লাবাসীর কাছে আমি অধমের জন্য
দোয়া প্রার্থনা করবেন। আর ইমাম সাহেবকে বলবেন আমার নাম ধরে আমার রোগ
মুক্তির জন্য দোয়া করতে।
আমি আজ প্রায় ২১ দিন বিছানা থেকে উঠেতে পারি
নাই। ১১দিন যাবৎ সিলেট নগরীর কুমারপাড়ায় জালালাবাদ থেরাপি সেন্টার ও
পুনর্বাসন কেন্দ্রে ভর্তি। আমার হাড় ক্ষয় হয়ে রগে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাই
আজ আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।
দয়া করে আমার এলাকা তথা আমার সাথে যাদের সু পরিচয় আছে তাদের কাছে আমি অধম বিছানায় শুয়ে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে দোয়া কামনা করছি। আর দেশে বিদেশে যারা আমার এই লেখাটি পড়বেন দয়া করে আপনার এক মুসলমান ভাই হিসাবে মহান রবের কাছে আমার নাম ধরে আমার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করিতেছি।
দয়া করে মাবুদের কাছে আমার জন্য দোয়া করবেন। বিনীত, মো. আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন , জৈন্তাপুর,
সিলেট।’’