নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বহুল আলোচিত কদমতলী এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে ১২জন নারী পুরুষকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে শুক্রবার দিবাগত মধ্যাতে তাদের আটক করা হয়।
সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানাধিন সিলেট কদমতলি এলাকার হোটেল তিতাস রেস্টহাউসে বিশেষ অভিযান চালায় থানাপুলিশ।
এসময় অসামাজিক কার্যাকলাপের অপরাধে হোটেলে অবস্থানরত ৫ মহিলা ও ৭ পুরুষকে আটক করা হয়।
পরে তাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিলপূর্বক আজ শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।