আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে সকল পরিবহনসেবা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।
আজ শনিবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরে কোন ফ্লাইট, ট্রেন, বাস এবং ট্যাক্সি চলতে পারবে না। এই সিদ্ধান্ত পরবর্তী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এতথ্য জানিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন; মৃত্যু নেই।
তবে দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন বন্ধ থাকলেও শুধু মানবিক ও চিকিৎসাজনিত কারণে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করা যাবে।
এছাড়া খাদ্য, স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি ও কার্গোসহ অন্য পরিবহন চলাচল করবে। তবে করোনা রোধে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।