আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৪৯

২০২১ এর আগে মাঠে থাকবে না ফুটবল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১২:২৬ পূর্বাহ্ণ
২০২১ এর আগে মাঠে থাকবে না ফুটবল

খেলাধুলা বার্তাঃ ২০২১ সালের আগে মাঠে থাকবে কোন ফুটবল খেলা।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। থেমে গেছে সকল খেলা। ২০২০ ইউরো পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর। ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগগুলো এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আশা করা হচ্ছে এপ্রিল কিংবা মে মাসে লিগগুলো আবার মাঠে গড়াবে। কিন্তু জার্মানির ভাইরাসবিদ জোনাস শ্মিট শনাসিট মনে করছেন ২০২১ সালের আগে কোনো ফুটবলই মাঠে গড়াতে পারবে না। কারণ, করোনাভাইরাসের প্রভাব পুরো বছর জুড়েই থাকবে। বছরের শেষদিকে প্রভাব কমে আসলেও বড় জনসমাগমের মাধ্যমে আবার ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

তিনি বলেছেন, ‘আমি মনে করি না আগামী এপ্রিলে আমরা ফুটবল খেলা মাঠে গড়ানোর কথা মুখে আনতে পারব। এমনকী দর্শকশূন্য মাঠেও না। কারণ, ম্যাচ আয়োজন করলে সেটা দেখতে দর্শক মাঠে যাবে। সেখানে আক্রান্ত কেউ গেলে তার মাধ্যমে আবার ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। তবে আশা করা যায় আগামী বছর হয়তো ফুটবল মাঠে গড়াতে পারে। বর্তমানে বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছে আমার মনে হয় না সেটার প্রভাব অচিরেই শেষ হয়ে যাবে।’

আরও পড়ুন:  ইংলিশদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১